8.4 C
Toronto
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

ভ্যালেন্টাইনে পাবলিক টয়লেটে কেঁদেছেন ক্যাটরিনা, কেন?

ভ্যালেন্টাইনে পাবলিক টয়লেটে কেঁদেছেন ক্যাটরিনা, কেন?
ক্যাটরিনা কাইফ

দুবছর হলো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল বিয়ে করেছেন। সে হিসেবে এবছর তাদের জীবনে এলো দ্বিতীয় ভালোবাসা দিবস। এই দিবসে তাদের পরিকল্পনার ব্যাপারে কিছুই প্রকাশ করেননি এই দম্পতি। তবে এই দিনে ক্যাটরিনা জানালেন তার জীবনের অবাক করা এক অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, এক ভ্যালেন্টাইনে পাবলিক টয়লেটে ঢুকে অঝোরে কেঁদেছেন ক্যাট। আনন্দবাজার

১৪ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এমন তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাঁর বান্ধবীদের সঙ্গে নিজের অনেক মজার ঘটনা শেয়ার করেছেন তিনি। সেই সুবাদে জানা যায়, বিয়ের আগে তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপূর-কে মদ্যপ অবস্থায় ফোন করে এলোমেলো কথা বলেছিলেন অভিনেত্রী।

- Advertisement -

টয়লেটে কান্না করার বিষয়ে তিনি জানিয়েছেন, প্রাক্তন প্রেমিকের সঙ্গে এক ভ্যালেন্টাইনে তুমুল ঝগড়া বাধে। সেসময় তার প্রচুর কান্না পায়, কিন্তু তখন তিনি ঘরের বাইরে ছিলেন। তাই একটি পাবলিক টয়লেটে ঢুকে চিৎকার করে কাঁদেন।

অতীত জীবনে অনেক ভুল করেছেন ক্যাটরিনা। সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছেন তিনি। সেসব ভুল স্বীকার করে ক্যাট জানান, আগে প্রেমিকের ফোন ঘাঁটার অভ্যাসও ছিল তার। তবে ভিকির ফোন তিনি ছুয়েও দেখেন না। এ প্রসঙ্গে ক্যাট বলেন, ‘আমারও একটা অতীত ছিল, সেই অতীত আমাকে বর্তমানের আমি করে তুলেছে, এখন আমি বদলে গিয়েছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles