10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘আমি ছাত্রলীগের নেতা, তোমাদের ভর্তি করিয়ে দেব’

‘আমি ছাত্রলীগের নেতা, তোমাদের ভর্তি করিয়ে দেব’
ছবি সংগৃহীত

প্রতারণা ধরা পড়ায় টাকা ফেরত দিয়ে কান ধরে ওঠবস করেন ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া শেখ সুজন (লাল গোল চিহ্নিত)। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা পরিচয়ে শিক্ষার্থীদের থেকে টাকা হাতিয়ে নেন শেখ সুজন নামের এক তরুণ। তাকে বিভিন্ন সময় ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে দেখা গেছে। কলেজের অনুষ্ঠানেও থাকতেন তিনি।

- Advertisement -

আজ রোববার বিকেলে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শেখ সুজন কান ধরে ওঠবস করছেন। পাশে দাঁড়িয়ে তা দেখছেন অন্যরা।

জানা যায়, সম্প্রতি পাংশা সরকারি কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন শেখ সুজন। এ নিয়ে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করিয়ে দেবেন বলে প্রায় ২০-২৫ জন শিক্ষার্থীর থেকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা করে নিয়েছিলেন ছাত্রলীগের ওই কথিত নেতা। তিনি যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাদের সবার অপেক্ষাকৃত জিপিএ কম ছিল।

প্রতারণা ধরা পড়লে ভর্তিচ্ছুদের থেকে নেওয়া টাকা পরে ফেরত দিতে বাধ্য হন শেখ সুজন। টাকা ফেরত দিয়ে ভুল স্বীকার করে কান ধরে ওঠবস করতে হয় তাকে। পরে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমাদের কাছ থেকে টাকা নিয়ে বলেছে, আমি কলেজ ছাত্রলীগের নেতা, আমি তোমাদের ভর্তি করিয়ে দেব।’

নিজের অপরাধের কথা স্বীকার করে শেখ সুজন বলেন, ‘এটা আমার করা ঠিক হয়নি। এটা মীমাংসা হয়ে গেছে। এ নিয়ে এখন আবার কেন কথা। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, তিনি এ বিষয়টি জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles