7.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মুক্তিপণ না দিলে ১৭ মার্কিন-কানাডীয়কে হত্যার হুমকি

মুক্তিপণ না দিলে ১৭ মার্কিন-কানাডীয়কে হত্যার হুমকি - the Bengali Times
ছবি সংগ্রহ

মুক্তিপণ না দিলে হাইতিতে অপহৃত ১৭ মার্কিন ও কানাডীয় মিশনারিকে হত্যার হুমকি দিয়েছেন অপহরণকারী চক্রের নেতা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এফবিআই এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জিম্মিদের উদ্ধারে কাজ করে যাওয়ার মধ্যেই অপহরণকারী চক্র তাদের হত্যার হুমকি দিল। এরই মধ্যে, জিম্মিদের উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস।

- Advertisement -

মুক্তিপণ হিসেবে জনপ্রতি ১০ লাখ ডলার না দিলে মেরে ফেলা হবে মার্কিন ও কানাডীয় ১৭ মিশনারিকে। এমন হুমকি দিয়েছে হাইতির অপহরণকারী চক্র ৪০০ মাওজো গ্যাংয়ের নেতা। মুক্তিপণের দাবি পূরণ করা না হলে জিম্মিদের মেরে ফেলতে একটুও পিছপা হবেন না তারা।

সম্প্রতি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি রাস্তায় দাঁড়িয়ে ভিডিওতে এই হুমকি দেন অপহরণ চক্রের নেতা। ভিডিওতে তাকে পুলিশের হাতে নিহত অপহরণ চক্রের সদস্যদের শেষকৃত্যে অংশ নিতে দেখা যায়। তারা ‘ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিজ’ এ ফোন করে মুক্তিপণের বিষয়টি জানিয়েছিল।

এদিকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, অপহৃতদের উদ্ধারে মার্কিন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, পরিস্থিতি নিরসনে আমাদের যা যা করণীয় আমরা তা করব। জিম্মিদের মুক্তিতে এফবিআই এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

অপহৃত মিশনারিদের মধ্যে ১৬ জন যুক্তরাষ্ট্রের ও ১ জন কানাডার নাগরিক। মিশনারিরা ওহাইওভিত্তিক অলাভজনক সংগঠন ‘ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিজ’ এ কাজ করেন বলে জানা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles