8.2 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

গাঁজা যে মাদক, সে কথা জানতেনই না অনন্যা!

গাঁজা যে মাদক, সে কথা জানতেনই না অনন্যা! - the Bengali Times
অভিনেত্রী অনন্যা পান্ডে

মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকবার কথা হয়েছিল অভিনেত্রী অনন্যা পান্ডের। তাদের কথায় মাদক প্রসঙ্গ উঠে এসেছে অনেকবার- এমনটাই দাবি এনসিবির।

এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মাদককাণ্ডে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শেষ হল প্রায় চার ঘণ্টা পর।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যার হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভিত্তিতেই প্রশ্ন করা হয়েছে। সমীর ওয়াংখেড়ের দপ্তরের বাইরে বসে থাকতে দেখা গিয়েছিল চাঙ্কি পাণ্ডেকে।

সেখানেই অনন্যার দাবি, ‘গাঁজা যে কোনও প্রকার মাদক, তা তিনি জানতেন না।’ একইসঙ্গে তিনি বলেছেন, ‘মজা করে যে কথোপকথন হয়েছে, তা এক বছরের পুরনো।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রশ্নোত্তর শেষে জানা গিয়েছিল, এনসিবির হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিয়েছেন অনন্যা। ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’ যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেছেন, ‘মজা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি।’

শুক্রবার জানা যায়, আরিয়ানকে গাঁজা দেওয়ার কথা অস্বীকার করেছেন অনন্যা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কখনওই কোনও প্রকার মাদক সেবন করেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনন্যার বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশি চালায় এনসিবি। ৬ সদস্যের একটি টিম তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনন্যা এনসিবির অফিস থেকে বের হওয়া মাত্রই তাকে সাংবাদিকরা ঘিরে ধরে। যদিও অনন্যা বা চাঙ্কি মিডিয়ার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে উঠে যান।

স্টারকিড অনন্যা ও আরিয়ান খানের চেনা জানা ছোটবেলা থেকেই। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে শাহরুখকন্যা সুহানা ও অনন্যা ‘বেস্ট ফ্রেন্ড’। আরিয়ান জামিন না পাওয়ার অস্বস্তি বাড়ছিল বলিউড পাড়ায়। এবার মাদককাণ্ডে অনন্যাকে তলব যে ঘৃণা তৈরি হলো তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে একই দিনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদনের জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন শাহরুখের আইনজীবী। বিচারপতি জানান, আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) মামলার শুনানি হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles