9.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আরিয়ানকে গাঁজা দিতে চেয়েছিলেন অনন্যা!

আরিয়ানকে গাঁজা দিতে চেয়েছিলেন অনন্যা! - the Bengali Times
আরিয়ান ও অনন্যা<br >

মাদক মামলায় অভিযুক্ত শাহরুখপুত্র আরিয়ানে সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে অনন্যার সঙ্গে কথোপকথনে উঠে এসেছে মাদক প্রসঙ্গ।

এনসিবি র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে। যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনো মেলেনি।

- Advertisement -

তবে অনন্যাও পাল্টা দাবি করেন, রসিকতা করতেই আরিয়ানকে ওই সব কথা বলেছিলেন তিনি।

এদিকে শুক্রবার অনন্যাকে জেরার জন্য ডেকে পাঠায় এনসিবি। অনন্যা ঠিক সময়ে সেখানে হাজির হয়েছিলেন। পরে এনসিবি দফতরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথাবার্তা হয়েছে, তা প্রকাশ করে একটি ভারতীয় সংবাদমাধ্যম।

জানা যায়, গাঁজার জোগান চেয়ে হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন আরিয়ান। জবাবে অনন্যা বলেন, ‘আমি ব্যবস্থা করব। ’ এনসিবি-র একটি সূত্রকে উদ্ধৃত করে এই কথোপকথন প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। তারা জানিয়েছে, এই কথোপকথনটি ছাড়াও বহু বার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার।

এই কথোপকথন দেখিয়ে এনসিবির গোয়েন্দারা প্রশ্ন করেন অনন্যাকে। অনন্যা সেই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি। বরং এনসিবি-র গোয়েন্দাদের তিনি বলেছেন, আরিয়ানের সঙ্গে ‘মজা করছিলাম’।

এর আগে অনন্যা-আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথন হাতে আসার পরই বৃহস্পতিবার এনসিবি অনন্যাকে জেরা করার জন্য তাদের দফতরে ডেকে পাঠিয়েছিল। টানা দু’ঘণ্টা জেরার পর শুক্রবারও আবারও অনন্যাকে এনসিবি-র দফতরে তলব করা হয়।

এর আগে বৃহস্পতিবার মুম্বাইয়ে অনন্যার বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি। তবে অনন্যার বিরুদ্ধে মাদক সংগ্রহ বা সরবরাহের কোনও প্রামাণ্য নথি গোয়েন্দাদের হাতে আসেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles