6.2 C
Toronto
শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

‘সালমানের সঙ্গে কাটানো ৮ বছর ভয়াবহ ছিল’

‘সালমানের সঙ্গে কাটানো ৮ বছর ভয়াবহ ছিল’
<br >সালমান খান ও তার সাবেক প্রেমিকা সোমি আলি পুরোনো ছবি

বলিউড সুপারস্টার সালমান খান যে অনেক প্রেম করেছেন, তা গোপন কিছু নয়। প্রেমের কারণে তিনি প্রায়ই সংবাদের শিরোনাম হন ‘ভাইজান’। এবার সালমানের সাবেক প্রেমিকা সোমি আলি তার বিরুদ্ধে রীতিমতো বোমা ফাঁটালেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সোমি দাবি করেন, সালমানের সঙ্গে কাটানো ৮ বছর ভয়াবহ ছিল।

১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সোমি। সে সম্পর্ক যে খুব একটা সুখের ছিল না, তা বার বারই উঠে এসেছে সোমির কথায়।

- Advertisement -

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সোমি লিখেছেন, ‘সালমান আমাকে সব সময় অপমান করত। আমি কুৎসিত, বোকা আর বোধহীন- সে কথাও বলত সবাইকে। আমাকে বোঝাত, আমার কোনো দাম নেই। সেই সঙ্গে একের পর এক নারীর সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গিয়েছি।’

নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়া নিয়ে যে তার বিশেষ মাথাব্যথা ছিল না, তাও জানিয়েছেন সোমি। অভিনেত্রী জানিয়েছেন, সালমানের কাছাকাছি আসার জন্যই তিনি বলিউডে পা রাখেন। তবে এই প্রথম যে সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি, তা নয়। এর আগে তিনি দাবি করেছিলেন, ঐশ্বরিয়ার কারণেই ফাটল ধরেছিল তার আর সল্লু ভাইজানের সম্পর্কে।

সোমি জানিয়েছিলেন, ‘আমি আর সালমান একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলাম। সেই সময়ই ‘‘হাম দিল দে চুকে সনম’’-এর শুটিং শুরু হয়। ওই ছবির সূত্রেই প্রথম বার ওদের দুজনের দেখা হয়েছিল। ছবির কাজ শেষ হতে না হতেই ওরা ডেট করতে শুরু করে দিল।’

এখনো কি সাবেক প্রেমিক সালমানের সঙ্গে যোগাযোগ হয়? এর উত্তরে সোমি বলেন, ‘নাহ, বহু বছর হয়ে গেল সালমানের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি মনে করি এটাই ঠিক। তবে ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল। তাকে আমি খুবই শ্রদ্ধা করি।’

- Advertisement -

Related Articles

Latest Articles