11.7 C
Toronto
মঙ্গলবার, জুন ২৮, ২০২২

এবার ফেঁসে যাচ্ছেন অনন্যাও

- Advertisement -

Ananya Panday : এবার ফেঁসে যাচ্ছেন অনন্যাও - The Bengali Times

বলিউডের এক উঠতি নায়িকার সাথে মাদক নিয়ে কথা হত আরিয়ানের! সম্প্রতি এমন খবর প্রকাশ করে বেশ কিছু সংবাদ মাধ্যম। কিন্তু কে সেই নায়িকা সেটি প্রথমে গোপন থাকলেও অবশেষে প্রকাশ্যে এসেছে তার নাম। জানা গেছে, বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে কথা হতো আরিয়ানের!

যার ভিত্তিতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি গোয়েন্দা দল বৃহস্পতিবার অনন্যা পান্ডের বাসভবনে তল্লাশি চালিয়েছে। একই সাথে অনন্যাকে আজ দুপুরে এনসিবি কার্যালয়ে তলব করা হয়েছে।

আরও পড়ুন : এবার ‘লাল-সাদায়’ পরীমনির জন্মদিন

বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসাররা। যেখান থেকেই উদ্ধার করা হয় তার বেশ কিছু জিনিস। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে অনন্যার মোবাইল, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী।

দুপুর দুটায় এই বলিউড অভিনেত্রীকে ডেকে পাঠানো হয় এনসিবির অফিসে। সেই মতোই এনসিবির দপ্তরে হাজির হন তিনি। তবে তিনি একা নন, সঙ্গে ছিলেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে। দু ঘণ্টার বেশি সময় তাঁকে জেরা করেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সূত্রের খবর তাঁর থেকে নতুন তথ্য পায় এনসিবি। এর কারণে আগামীকাল সকাল ১১টায় আবার অনন্যাকে তলব করেছে এনসিবি।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles