2.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

পূজামণ্ডপে হামলার ঘটনায় ইসলামিক বক্তা বিপ্লবী গ্রেপ্তার

পূজামণ্ডপে হামলার ঘটনায় ইসলামিক বক্তা বিপ্লবী গ্রেপ্তার - the Bengali Times

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনায় ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্যে দেয়ার ঘটনায় মাওলা আব্দুর রহিম বিপ্লবী(৩৯) নামের একজন ইসলামিক বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া (আমিন পাড়া) জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো.আজাদ।

আরও পড়ুন : পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

তিনি জানান, কুমিল্লার পুজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার ঘটনার দিনে পুলিশকে দোষী করে অপমানজনক, তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা ও উগ্র বক্তব্য দিয়েছেন মাওলা আব্দুর রহিম বিপ্লবী। চাঁদপুরের ঘটনা নিয়েও নানা ধরনের বক্তব্য প্রচার করেছেন এ ইসলামী বক্তা। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং সেলের নজরে এলে ঢাকার কেরানিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়াদিঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে সহিংসতা ছড়ায়। এসব ঘটনায় নিহত হয় কয়েকজন।

- Advertisement -

Related Articles

Latest Articles