8.2 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে যা বললেন খসরু

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে যা বললেন খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। আজ রোববার বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। তবে আলোচনার বিষয় নিজেদের মধ্যে রাখাই ভালো। এ গুলো বাইরে বলার সুযোগ নেই।’

‘নয়াপল্টনে সমাবেশ করতে না পারা বিএনপির জন্য পরাজয়’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আমির খসরু বলেন, ‘জয়-পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে তখন মানুষের হাতেই থাকবে জয়-পরাজয়।’

বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles