2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জাপানির কাণ্ড! ৯ দিনে পুলিশকে দুই হাজারবার ফোন, অতঃপর…

জাপানির কাণ্ড! ৯ দিনে পুলিশকে দুই হাজারবার ফোন, অতঃপর...
ছবি সংগৃহীত

এক বয়স্ক জাপানি ঘটিয়েছেন এক আজব কাণ্ড! ৯ দিনে ৯ বার না ২০৬০ বার পুলিশকে ফোন করে বিরক্ত করেছেন। ফোন করে চুপ করে ছিলেন না তিনি। চিৎকার করে পুলিশদের বলেন, তারা ‘ট্যাক্স চোর’ এবং ‘বড় বোকা’।

স্থানীয় সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ঘটনাটি ঘটে।

- Advertisement -

জাপানের সাইতামা শহরে বসবাস ৬৭ বছর বয়সী ওই ব্যক্তির। ওই ব্যক্তি প্রিফেকচারাল পুলিশ হেডকোয়ার্টারে সর্বমোট ২০৬০ বার ফোন করেন এবং সেখানকার কর্মীদের চিৎকার করে বলেন, তাদের সবাইকে বরখাস্ত করা উচিত। প্রতি ছয় মিনিটে গড়ে একটি করে ফোন করেন তিনি এবং ৯ দিনের ব্যবধানে মোট টকটাইম ছিল প্রায় ২৭ ঘণ্টা।
এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে তাকে প্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি অভিযোগ স্বীকার করে বলেছেন, ‘আমি জানতাম পুলিশ একদিন আমার জন্য আসবে। ’

এই উদ্ভট মামলাটির তদন্ত চলছে। কিন্তু ৬৭ বছর বয়সী এই জাপানি ব্যক্তি পুলিশকে সহযোগিতা করতে মোটেও আগ্রহী নন। এমন হলে এর পেছনের কারণ কখনোই সামনে আসবে না। আমাদের জানাও হবে না।

এখানে একটি মজার বিষয় হলো, ওই ব্যক্তির ফোন রেকর্ড অনুসারে, সে কয়েক বছর ধরে পুলিশকে কল করে আসছিল। কিন্তু সম্প্রতি তিনি কিছু রহস্যজনক কারণে পুলিশের ওপর বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

- Advertisement -

Related Articles

Latest Articles