10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

খুলেছে সমাবেশের মাঠ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢুকছেন বিএনপি নেতাকর্মীরা

খুলেছে সমাবেশের মাঠ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢুকছেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে আজ শনিবার বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এ কারণে আজ সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের মাঠে উপস্থিত হচ্ছেন। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুর ২টায় এ গণসমাবেশ শুরু হবে।

- Advertisement -

এর আগে সকাল ৬টfর দিকে সমাবেশস্থল নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মোহম্মদ মোহসিন স্কুলের মাঠের (মাদ্রাসা মাঠ) গেট খুলে দেওয়া হলে ঢুকতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। অনেকের হাতেই শোভা পায় প্ল্যাকার্ড-ফেস্টুন।

বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো রাজশাহীর সমাবেশের আগেও ডাকা হয় পরিবহন ধর্মঘট। এ কারণে সমাবেশ সফল করতে রাজশাহীতে আগেভাগেই জড়ো হন নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, পরিবহন ধর্মঘটের কারণে সমাবেশে যোগ দিতে বেগ পেতে হয়েছে অনেককে। রাস্তায় পুলিশি তল্লাশিও চালানো হয়েছে।

জানা গেছে, সমাবেশকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে এসেছেন। তারা সমাবেশস্থল মাদ্রাসা মাঠ এলাকায় অবস্থান নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশ।

বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পরিবহন ধর্মঘট দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটকানো যায়নি।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles