8.2 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আফগানিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২

আফগানিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২ - the Bengali Times

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। প্রদেশটির সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, কান্দাহার প্রদেশের ইমাম বারগাহ মসজিদে এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মসজিদটিতে মুসল্লিতে পরিপূর্ণ ছিল। শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের প্রধান দরজায় তিনটি বিস্ফোরণ হয়। হামলার পর ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স পৌঁছায়।

আরও পড়ুন : ঘোড়ার খামারে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর মসজিদের ভেতরে লাশ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অন্য মুসল্লিরা সাহায্য করছিল। তালেবান স্পেশাল ফোর্স ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। তারা স্থানীয়দের বলেছে, হামলায় আহতদের রক্তদান করতে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তালেবান।’

আইএস’র স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে এই হামলার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে শুক্রবার জুমার নামাজে শিয়া মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয় ১৫০ জন।

- Advertisement -

Related Articles

Latest Articles