15.8 C
Toronto
বুধবার, মে ১, ২০২৪

অর্থের বিনিময়ে ভেরিফিকেশন সেবা চালু করল টুইটার

অর্থের বিনিময়ে ভেরিফিকেশন সেবা চালু করল টুইটার

অর্থের বিনিময়ে টুইটারের ভেরিফিকেশন সেবা শনিবার চালু হয়েছে। আইফোনে নির্দিষ্ট কিছু দেশে এ সেবা পাওয়া যাবে। টুইটারের নতুন মালিক ইলন মাস্কের পূর্ব ঘোষণা অনুযায়ী, ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে ৭.৯৯ ডলার।

- Advertisement -

যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে প্রাথমিকভাবে এ সেবা চালু করা হয়েছে। টুইটারের অ্যাপ সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি মাসে টুইটার ব্লু সেবা পেতে খরচ করতে হবে ৭.৯৯ ডলার।

টুইটার আরও জানিয়েছে,‌ ‘ব্লু চেকমার্ক: মানুষের ক্ষমতায়ন। যেসব সেলিব্রেটি, কোম্পানি ও রাজনীতিবিদদের আপনারা টুইটারে ফলো করেন তাদের অ্যাকাউন্টের মতো আপনার অ্যাকাউন্টেও এখন থাকবে ব্লু চেকমার্ক’।

সূত্র : এনডিটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles