27.7 C
Toronto
বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪

টরন্টোতে এক শয়নকক্ষের বাড়ির ভাড়া ২,৪৭৪ ডলার

টরন্টোতে এক শয়নকক্ষের বাড়ির ভাড়া ২,৪৭৪ ডলার
ছবিজনসন জনসন

টরন্টোতে এক শয়নকক্ষের বাড়ির তালিকাবদ্ধ ভাড়া সেপ্টেম্বরে ৬ শতাংশ বেড়েছে। নতুন এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
রেন্টালডটসিএ ও বুলপেন রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোতে এক শয়নকক্ষের বাড়ির জন্য চাওয়া ভাড়া সেপ্টেম্বরে ২ হাজার ৪৭৪ ডলারে পৌঁছেছে। আর দুই শয়নকক্ষের বাড়ির ভাড়া চাওয়া হচ্ছে ৩ হাজার ৩৬ ডলার। নগরীতে বর্তমানে এক শয়নকক্ষের ভাড়া এক বছর আগের চেয়ে ২৭ দশমিক ৫ শতাংশ বেশি চাওয়া হচ্ছে। দুই শয়নকক্ষের বাড়ির ভাড়া আগের বছরের চেয়ে বেশি চাওয়া হচ্ছে ২৭ দশমিক ৭ শতাংশ। তবে মাসভিত্তিক বেশি চাওয়া হচ্ছে ২ দশমিক ৯ শতাংশ।

বুলপেন রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রেসিডেন্ট বেন মায়ার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বাজারে বড় ইউনিট ও বিলাসবহুল ভবনের নির্মাণ শেষ হওয়া ভাড়া বৃদ্ধির জন্য দায়ী। এছাড়া চাহিদা বৃদ্ধিও ভাড়া বাড়িয়ে দিচ্ছে। যদিও আবাসন বাজার এখন মূল্য সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে। সুদের হার বৃদ্ধি অব্যাহত থাকায়, বাড়ি বিক্রয় কমে যাওয়ায় ও মহামারি পরবর্তী পরিস্থিতিতে পছন্দ বদলে যাওয়ায় ভাড়ার চাহিদা লক্ষণীয় বেড়েছে।

- Advertisement -

২০২১ সালের মে মাসে টরন্টোতে বাড়ি ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কমে গিয়েছিল। ২০২০ সালের মে মাসে কমেছিল আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ। কারণ, কোভিডের ওই সময়টাতে বড় বাসার সন্ধানে অনেকেই নগরী ছেড়ে গিয়েছিলেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলে। গত মাসে কানাডায় সব ধরনের বাড়ির ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি চাওয়া হয়।

মাসিক বাড়ি ভাড়া সবচেয়ে বেশি ভ্যানকুভারে ৩ হাজার ২২৫ ডলার। টরন্টোতে এর পরিমাণ ২ হাজার ৮৫৫ ডলার। অন্টারিওজুড়ে গড় বাড়ি ভাড়া ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে মাসিক ২ হাজার ৪৫ ডলারে দাঁড়িয়েছে।

টরন্টোতে সেপ্টেম্বরে কন্ডোমিনিয়ামের মাসিক গড় ভাড়া ছিল ২ হাজার ৯৮৮ ডলার। ২০২ সালে ফেব্রুয়ারিতে এর ভাড়া কমে দাঁড়িয়েছিল ২ হাজার ৫৩ ডলারে।

- Advertisement -

Related Articles

Latest Articles