8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সরকার নার্ভাস হয়ে গেছে : শামা ওবায়েদ

সরকার নার্ভাস হয়ে গেছে : শামা ওবায়েদ
<br >বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ পুরোনো ছবি

ফরিদপুরে আগামী ১২ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে জেলায় দুই দিন বাস ধর্মঘট দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সরকার নার্ভাস হয়ে এ ধর্মঘট ডেকেছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ দাবি করেছে তারা ধর্মঘট ডাকেনি।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে গণমসমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। সংবাদ সম্মেলনে মন্তব্য করেন শামা ওবায়েদ।

- Advertisement -

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ বলেন, ‘বরিশালের মতো ফরিদপুরেও ১১ ও ১২ নভেম্বর বাস ধর্মঘট ডাকা হয়েছে। এ থেকে বোঝা যায়, সরকার নার্ভাস হয়ে গেছে। তাদের (সরকারের) পায়ের নিচে মাটি নেই।’

শামা ওবায়েদ বলেন, ‘বাসমালিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তারা জানিয়েছেন, ওপরের নির্দেশে তাদের ধর্মঘট ডাকতে হয়েছে। ওপরের নির্দেশ মানে তো সরকারের নির্দেশ। আমি বুঝি না, আমাদের ক্ষতি করতে গিয়ে সরকার কেন জনগণকে ভোগান্তিতে ফেলছে।’

তিনি বলেন, ‘বাসমালিক ও শ্রমিক সংগঠনের প্রতি আমাদের দাবি- এ ধর্মঘট তুলে নেওয়া হোক।’

বিএনপির গণসমাবেশের আগের দিন আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার সমালোচনা করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছি অন্তত দুই মাস আগে। অথচ ফরিদপুরে আমাদের সমাবেশের আগের দিন জেলা আওয়ামী লীগ সমাবেশ-মিছিল করার একটি কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি উদ্দেশ্যমূলক। আমাদের সমাবেশ কারার আগের দিন এ সমাবেশ করা থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি প্রত্যাশা করি দ্বন্দ্ব-সংঘাত এড়াতে প্রশাসন এ ব্যাপারে ভূমিকা রাখবে। কেননা একটি দলের বিভাগীয় গণসমাবেশের আগের দিন এ জাতীয় কর্মসূচি দুঃখজনক।’

বিএনপির এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমাদের সমাবেশে আগত লোকদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে আমি প্রশাসনের কাছে দাবি জানাই। কেউ যাতে কোনো আঘাতপ্রাপ্ত না হন, সে ব্যাপারে নজর দিতে হবে। সবাই যেন নির্বিঘ্নে ফিরে যেতে পারেন এ গণসমাবেশ সফল করে।’

এদিকে, ধর্মঘট ডাকা হয়নি দাবি করে ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, ‘ফরিদপুরে ধর্মঘটের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। শামা ওবায়েদ যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। আজ রাত ৮টটার দিকে আমাদের একটি সমন্বয় সভা আছে, সেখানে এ বিষয়ে আলাপ করা হবে।’

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘বাস ধর্মঘটের ব্যাপারে এখনো কোনো নির্দেশ আসেনি। এলে জানাব।’

- Advertisement -

Related Articles

Latest Articles