5.2 C
Toronto
মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

সমুদ্র সফরে উত্তাল চুমু দুই প্রেমিকার! একজন সেলেনা, অন্যজন?

সমুদ্র সফরে উত্তাল চুমু দুই প্রেমিকার! একজন সেলেনা, অন্যজন?
ছবি সংগৃহীত

সমুদ্র সফরে ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে শোরগোল। নৌকায় কালো বিকিনিতে দুই নারী। দুজন দুজনকে চুম্বনে মগ্ন। তাদের মুখ দেখার উপায় নেই। কারা তারা?

অনুরাগীদের চোখকে অবশ্য ফাঁকি দেওয়ার উপায় নেই। কালো চুলের পনিটেল দেখে অনেকেই বুঝে গেলেন, তাদের মধ্যে একজন অভিনেত্রী সেলেনা গোমেজ, বিপরীতে স্বর্ণকেশী, তারই সহ-অভিনেত্রী কারা ডেলিভিং। জানা যায়, পর্দার বাইরেও রসায়ন গভীর দুজনের। সেলেনা এবং কারা দীর্ঘ দিন ধরে বন্ধু। হুলুর জনপ্রিয় হত্যারহস্য শো ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ তাদের উষ্ণ সমীকরণ বহু বছরের আলোচনায়।

- Advertisement -

তবে নতুন যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পেশাদার সম্পর্ক বা বন্ধুত্ব ছাপিয়ে আরও বেশি কিছুর ইঙ্গিত মিলছে দুই তারকার আচরণে।

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর দ্বিতীয় সিজনে কারা এবং সেলেনার মধ্যে প্রেমের সম্পর্কই চিত্রিত হয়েছিল। তবে শেষ দিকে তাদের রসায়নে লাগাম পরানো হয়। তাই কি পর্দার বাইরে উশুল করে নিচ্ছেন দুই নারী? তা নিয়ে হইচই হলিউডে। শোয়ের অনেক আগে গুজব ছড়িয়ে পড়েছিল, দুজনের মধ্যে আরো কিছু ঘটতে পারে। ‘বন্ধুত্ব’ সীমানা ছাড়িয়ে যেতে পারে বলেও খবর বেরিয়েছিল। তার মধ্যেই দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ায় জল্পনা বাড়ল।

ছবিতে দুজনের পরনেই কালো ব্রা, তবে নিম্নাঙ্গের বেশ আলাদা রঙের। সেলেনা ছিলেন সাদা শর্টসে। কারা কালো বিকিনিতেই। তারা ভীষণ অন্তরঙ্গ ছিলেন আর সে দৃশ্য হৃদয়ে আগুন জ্বালে অনুরাগীদের। দুজনে প্রেমেই আছেন। তবে তাদের কাউকেই সমকামী বলে জানা যায়নি এর আগে।

- Advertisement -

Related Articles

Latest Articles