9.4 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

স্লোয়ান ও হিলারের বিরুদ্ধে কোভিড-১৯ সংক্রান্ত অভিযোগ স্থগিত

স্লোয়ান ও হিলারের বিরুদ্ধে কোভিড-১৯ সংক্রান্ত অভিযোগ স্থগিত
সাবেক পার্লামেন্ট সদস্য ও সাবেক প্রাদেশিক পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে অন্টারিও

কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারী সাবেক পার্লামেন্ট সদস্য ও সাবেক প্রাদেশিক পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে অন্টারিও। ২০২১ সালের জুনে জনস্বাস্থ্য আদেশ লঙ্ঘনের ঘটনায় ডেরেক স্লোয়ান ও র‌্যান্ডি হিলারসহ আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল মন্ত্রণালয় বলেছে, ক্রাউন অভিযোগগুলো স্থগিত করেছে। এর অর্থ হলো মামলাগুলো বাতিল করা হলো। তবে ক্রাউন চাইলে এক বছরের মধ্যে তা আবার চালু করতে পারবে।
জাস্টিস সেন্টার ফর কনস্টিটিউশনাল ফ্রিডমস বলেছে, অন্টারিওর নফফোকে বিক্ষোভ প্রদশণের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেখানে কোভিড-১৯ সংক্রান্ত জনস্বাস্থ্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষো প্রদর্শনের জন্য ২০০ থেকে ৩০০ লোক জড়ো হয়েছিল।

- Advertisement -

ওই সময় আউটডোরে জমায়েতের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ বলবৎ ছিল।

জাস্টিস স্টোর বলেছে, ক্রাউন অভিযোগ নিয়ে না এগোনোর সিদ্ধান্তে তারা খুশি হয়েছে। কারণ, শান্তিপূর্ণ বিক্ষোভ গণতান্ত্রিক সমাজের অত্যাবশ্যকীয় স্তম্ভ।

- Advertisement -

Related Articles

Latest Articles