4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘আমি শয়তান, আমার বেঁচে থাকার অধিকার নেই’

‘আমি শয়তান, আমার বেঁচে থাকার অধিকার নেই’
অভিযুক্ত নার্স লুসি লেটবি

ইংল্যান্ডের শিশু মৃত্যু মামলার শুনানিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত চলাকালীন অভিযুক্ত নার্স লুসি লেটবির বাড়ি থেকে তার হাতে লেখা একটি নোট উদ্ধার করেছে পুলিশ।

সেই নোটে লুসি লিখেছেন, ‘আমি শয়তান। আমিই করেছি এই সব।’ আরও লেখা রয়েছে, ‘আমার বেঁচে থাকার কোনও অধিকার নেই। আমি ওদের সঠিক যত্ন নিতে পারিনি, ইচ্ছে করে ওঁদের মেরে ফেলেছি। খুব খারাপ মানুষ আমি।’

- Advertisement -

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে আচমকাই শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যায় চেস্টার হাসপাতালে। কর্তৃপক্ষ দেখেন, বেশ কিছু শিশুর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে এমন হচ্ছে তা বুঝে উঠতে পারছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে দেখা যায়, প্রতিটি শিশুমৃত্যুর ঘটনাতে মিল একটাই, সব ক্ষেত্রে উপস্থিত ছিলেন নার্স লুসি।

চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে কখনও হাওয়া ভরা ইঞ্জেকশন, কখনও আবার অতিরিক্ত ইনসুলিন— বিভিন্ন উপায়ে অন্তত ৭ শিশুকে হত্যার অভিযোগ ওঠে লুসির বিরুদ্ধে। এছাড়া আরও অন্তত দশ থেকে পনেরোটি শিশুকে হত্যার চেষ্টারও অভিযোগ রয়েছে।

লুসি নিজে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles