9.7 C
Toronto
সোমবার, অক্টোবর ১৮, ২০২১

বিয়ের প্রস্তাবের সময় কুকুরের কান্ড!

ছবি সংগৃহিত

গত ২ অক্টোবর কানাডার আলবার্টার ম্যাকমুরে এক ব্যক্তি তার প্রেমিকাকে প্রস্তাব দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি কুকুর ফ্রেমে ঢুকে। শুধু ফ্রেমে ঢুকেই কি শেষ, সবাইকে যেন একটা বিরতি দিলো কুকুরটি। অস্ট্রেলিয়া শেফার্ডটির কাছে ওই সময়টাই যেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল। ইউটিউব চ্যানেল ভাইরালহগে হাস্যকর ভিডিওটি শেয়ারের পর হাজার হাজার মানুষ দেখছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিয়ের প্রস্তাব পাওয়া নারী ক্যাপশনে লিখেছেন, আমার বাগদত্তা যখন আমাকে প্রস্তাব করছিল তার ভিডিও এটি। পরে আমরা আবিষ্কার করলাম যে আমাদের অস্ট্রেলিয়ান শেফার্ড ট্রাকার সিদ্ধান্ত নিয়েছিল, এই প্রস্তাবের মাঝামাঝি সময়ে সে বাথরুমের জন্য বিরতি নিবে।

উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ভিডিওটি শুরু হয়। প্রস্তাবকারীকে বলতে শোনা যায়, বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজন তার পাশে থাকায় তিনি খুব খুশি। তিনি যখন, ‘আমি এটিকে চিরস্মরণীয় করে রাখতে চাই’, বলে রিং বক্সটি নিতে ঘুরে দাঁড়ান তখনই কুকুরটি ফ্রেমে ঢুকে এবং কর্ম সম্পাদনের জন্য পোজ দেয়। সত্যিই তাই! কুকুরটি তখনই বাথরুম ব্রেক নিলো যখন ওই ব্যক্তি বিয়ের প্রস্তাব দিতে হাঁটু গাড়তে শুরু করছিলেন।

যখন ওই নারী প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন, তখন কুকুরটি তার কাজ শেষ করে একপাশ দিয়ে চলে যায়। যদিও এই জুটি অনুষ্ঠানের সময় কুকুরের এই কার্যকলাপের ব্যাপারে টের পায়নি। ওই নারী বিয়ের প্রস্তাবে সাড়া দিলে পাশ থেকে তাদের বন্ধুরা কড়তালি দেয়।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles