9.7 C
Toronto
রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

তরুণীদের পটাতে ‘কেরামতি’দেখাতে গিয়ে বাইক থেকে ছিটকে পড়লেন সড়কে (দেখুন সেই ভিডিও)

তরুণীদের পটাতে ‘কেরামতি’দেখাতে গিয়ে বাইক থেকে ছিটকে পড়লেন সড়কে (দেখুন সেই ভিডিও)

মোটরসাইকেলে দাঁড়িয়ে তরুণীদের মন জয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। ভারতের তামিলনাড়ু রাজ্যে এমন ঘটনা ঘটেছে। চলন্ত মোটরসাইকেলে দাঁড়িয়ে নিজের কেরামতি দেখাতে গিয়ে আহত হলেন যুবক। বিপজ্জনক ভাবে মোটরসাইকেল চালানো ও যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

- Advertisement -

এই দুর্ঘটনার ভিডিও করেন ওই যুবকেরই এক বন্ধু। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু নারী। তাদের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছেন দুই যুবক। তাদের পিছনেই আরেকটি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুর ভিডিও করছেন আরেক বন্ধু। দেখা যায় একসঙ্গে দাঁড়ানো নারীদের সামনে আসতেই প্রথমে মোটরসাইকেলের পিছনে বসে থাকা যুবক উঠে দাঁড়াতে যান আসনের উপর। আর এরপরই ঘটনাটি ঘটে। হলুদ পোশাক পরা যুবক ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

ভিডিও ভাইরাল হতেই তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। তিন যুবকের নাম মহেশ্বরন, গোপালকৃষ্ণন ও হরিপ্রসাদ।

উল্লেখ্য, এই প্রথম নয় গত সেপ্টেম্বরেও চেন্নাইতে একইভাবে মোটরসাইকেলে দাঁড়িয়ে কেরামতি করার অভিযোগে পাঁচ যুবককে আটক করে পুলিশ। এই ধরনের কাজ আবারও করলে ভবিষ্যতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

- Advertisement -

Related Articles

Latest Articles