19.7 C
Toronto
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪

জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ভেঙে হতাহত ৭

জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ভেঙে হতাহত ৭

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -

আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।

নির্মাণ শ্রমিকরা জানান, বিকট শব্দে নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়ে। সেই ভবনের নিচে শ্রমিকরা আটকা পড়েন। সেখান থেকে ছয় শ্রমিককে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে ছাদের নিচে চাপা পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি। হাসপাতালে এখনো পাঁচজনের চিকিৎসা চলছে।

ওই ভবনের নিচে আরও দুই শ্রমিক আটকা আছেন—এ আশঙ্কায় উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও খাগড়াছড়ি সেনাবাহিনীর সদস্যরা।

হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। উদ্ধার কাজ শেষ হলে তদন্ত সাপেক্ষে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles