5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

স্ত্রীর কাছেই ফিরতে চান নোবেল

স্ত্রীর কাছেই ফিরতে চান নোবেল - the Bengali Times I Bengali Newspaper in Canada
স্ত্রী সালসাবিলের সঙ্গে নোবেল

মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত ও নারী নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগে ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। গত ৬ অক্টোবর এ খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি।

স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েই দ্বিতীয় বিয়ের আগ্রহ প্রকাশ করেন নোবেল। গত শনিবার (৯ অক্টোবর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নোবেল লিখেছেন, ‘পাত্রী চাই!’

- Advertisement -

তিনি জানিয়েছিলেন, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। এমপি, মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’

এদিকে দু’দিন যেতে না যেতেই মত পাল্টে ফেলেছেন নোবেল! স্ত্রীর কাছেই ফিরতে চান তিনি। সোমবার (১১ অক্টোবর) সকালে নোবেল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সব বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা-ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

মীমাংসের বিষয়ে নোবেল গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বয়স কম! হুটহাট অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমার স্ত্রীর সঙ্গে এখন কথা হয়। আমরা চাই না আলাদা হয়ে যেতে। আমাদের পরিবারও বিষয়টি নিয়ে কথা বলছে। এখন দেখা যাক কি হয়। আমরা সব ভুলে আবার এক হতে চাই।’

প্রসঙ্গত, ভারতের জি বাংলা চ্যানেলের ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। তবে নোবেলের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অনেক দিন ধরেই তাদের বনিবনা হচ্ছিল না।

- Advertisement -

Related Articles

Latest Articles