4.5 C
Toronto
সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

দ্বিতীয় প্রান্তিকে কানাডায় আয়ের চেয়ে ঋণ বেড়েছে দ্রুত

দ্বিতীয় প্রান্তিকে কানাডায় আয়ের চেয়ে ঋণ বেড়েছে দ্রুত
ছবি/ ন্যাথানিয়েল বোম্যান

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডিয়ানদের ঋণের পরিমাণ আয়ের চেয়ে বেশি হয়ে গেছে। এর কারণ, আয়ের তুলনায় ঋণের দ্রুত বৃদ্ধি। স্ট্যাটিস্টিকস কানাডা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, দ্বিতীয় প্রান্তিকে মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে পরিবারগুলোর আয়ের অনুপাতে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৮১ দশমিক ৭ শতাংশ। প্রথম প্রান্তিকের তুলনায় যা ১৭৯ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যভাবে বললে, দ্বিতীয় প্রান্তিকে পরিবারগুলোর প্রতি ডলার আয়ের বিপরীতে ঋণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ ডলার। এমনটা হওয়ার কারণ, পরিবারগুলোর আয় ১ শতাংশ বাড়লেও ঋণ বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে দ্বিতীয় প্রান্তিকে কানাডার পরিবারগুলোর ঋণ যোগ হয়েছে ৫ হাজার ৬৩০ কোটি ডলার। এর মধ্যে গৃহ ঋণ রয়েছে ৪ হাজার ৮৭০ কোটি ডলার। দ্বিতীয় প্রান্তিকে পরিবারগুলোর ঋণ পরিশোধের অনুপাত ছিল ১৩ দশমিক ৬৩ শতাংশ, প্রথম প্রান্তিকে যেখানে ১৩ দশমিক ৩৪ শতাংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles