27.7 C
Toronto
বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪

বুবলীর বাচ্চা নিয়ে প্রশ্ন করতেই ইউটিউবারের ওপর ক্ষেপে গেলেন ঝন্টু

বুবলীর বাচ্চা নিয়ে প্রশ্ন করতেই ইউটিউবারের ওপর ক্ষেপে গেলেন ঝন্টু
চিত্রনায়িকা বুবলীর মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই ইউটিউবারের ওপরে ক্ষেপে গেলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

চিত্রনায়িকা বুবলীর মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই ইউটিউবারের ওপরে ক্ষেপে গেলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

কদিন ধরেই বুবলীর মা হওয়ার গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের মিডিয়া তোলপাড় চলছে। আর এই টিউবাররা দেলোয়ার জাহান ঝন্টুর কাছে গিয়ে বিতর্কিত উত্তর জানতে চাইছিলেন। দেলোয়ার জাহান ঝন্টুর উত্তপ্ত কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।

- Advertisement -

এই সুযোগটাই কাজে লাগাতে চাইছিলেন কতিপয় ইউটিউবার। কিন্তু এবার ঝন্টু সে পথে হাঁটেননি। রীতিমতো ক্ষেপে গিয়েছেন।

বুবলীর সন্তান প্রসঙ্গে প্রশ্ন করতেই এই বর্ষীয়াণ নির্মাতা ক্ষেপে গিয়ে বলেন, বুবলির পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন। তুমি কি ওকে ভালোবাসতা? তুমি কি ওকে বিয়ে করবা যে বাচ্চা হয়ে গেছে আমি জানতে চাই এবং তাকে ত্যাগ করব-এটা? তোমার এত মাথাব্যথা কেন, কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও?

তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘বুবলির পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন, তাকে (বুবলিকে) কি তুমি লালন-পালন করে বড় করেছ, নাকি তুমি তোমার শ্রম-মেধা তাকে নায়িকা বানাতে ব্যয় করেছ, তা তো না? কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু কনডেম করছ? দর্শকেরা এগুলো শুনলে তো ওর ছবি দেখবে না। আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হব। ’

উত্তপ্ত বাক্যে ঝন্টু বলেন, দর্শক নায়ক-নায়িকাদের স্বপ্নের মানুষ বলে মনে করে। এসব মনে করে বলে তারা নায়ক-নায়িকাদের সিনেমা দেখতে হলে যায়। এ স্ক্যান্ডালগুলি ছড়িয়ে পড়লে ওদের ইমেজের ক্ষতি হয়। ইমেজের ক্ষতি হলে দর্শক আর সিনেমা হলে যেতে চায় না। এ জন্য ওরা (নায়ক-নায়িকা) এগুলোকে গোপন করতে চায়। ওদের অ্যাঙ্গেল থেকে এটা ঠিক আছে।

এরইমধ্যে বুবলীর সন্তান ও রহস্য উন্মোচন হয়েছে। শাকিব খান ও বুবলী দুজনেই ফেসবুকে নিজেদের সন্তানের ছবি পোস্ট করে সকলের দোয়া চেয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles