10.9 C
Toronto
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

অনিল-কন্যা হিয়ার উষ্ণতায় তপ্ত সোশাল মিডিয়া

- Advertisement -
ছবি সংগৃহীত

চোখে রোদচশমা। জানালা দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে তার গায়ে। পরনে লাল রঙের বিকিনি। এমন লুকেই ধরা পড়লেন বলিউড অভিনেতা অনিল কাপুর কন্যা হিয়া।

আয়নার সামনে দাঁড়িয়ে এক হাতে ফোন ধরে সেলফি তুলেছেন। তার সেই ছবি উষ্ণতা ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। বিকিনি পরা মোহময়ী হিয়ার বক্ষ বিভাজিকাও স্পষ্ট।

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গেছেন অনিল-কন্যা। স্বামী করণ বুলানির সঙ্গে একান্তে ছুটি কাটাচ্ছেন তিনি। তার ফাঁকেই নানা ছবি প্রকাশ করে হইচই ফেলে দিলেন।

বিকিনি পরা ছবির পাশাপাশি ইনস্টাগ্রামে মালদ্বীপের সৌন্দর্যের নানা ছবিও তুলে ধরেন হিয়া। একটি ছবিতে দেখা গেছে, সুইমিং পুলে জলকেলি করছেন সোনমের বোন। আবার, নানা সুস্বাদু খাবারের ছবিও পোস্ট করেছেন।

Related Articles

Latest Articles