3.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৩০ নভেম্বরে নিষ্ক্রিয় হবে এক এনআইডির অধীনে থাকা অতিরিক্ত সিম

৩০ নভেম্বরে নিষ্ক্রিয় হবে এক এনআইডির অধীনে থাকা অতিরিক্ত সিম

একটি জাতীয় পরিচয়ের (এনআইডি) অধীনে ১৫টির বেশি সিম নিবন্ধিত থাকলে সেগুলো নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

- Advertisement -

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ৩১ লাখ ৩০ হাজার সিম কার্ড শনাক্ত করেছে, যা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। বিটিআরসি সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক তার এনআইডি কার্ডের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন :: আচমকা গুগ্‌‌ল থেকে অ্যাকাউন্টে ঢুকল প্রায় ২ কোটি টাকা! অতঃপর…

সম্প্রতি কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ লাখের বেশি এরকম সিম নিষ্ক্রিয় করতে বিটিআরসি বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। বিটিআরসির কেন্দ্রীয় বায়োমেট্রিক্স ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রথমে সিমের তালিকা করবে এবং তালিকাটি সংশ্লিষ্ট অপারেটরদের কাছে পাঠানো হবে।

অপারেটররা সিম মালিকদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের সিমের সংখ্যা ১৫ এর নামিয়ে আনতে অনুরোধ করবে। এ বিষয়ে গ্রাহকদের এসএমএস পাঠাবে অপারেটররা। জনসাধারণকে অবহিত করার জন্য বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটর এ বিষয়ে ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এ প্রক্রিয়া চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles