9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ভিনটেজ কার থেকে বিপুল মাদক উদ্ধার

ভিনটেজ কার থেকে বিপুল মাদক উদ্ধার
ছবিঅস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স

কানাডা থেকে অস্ট্রেলিয়ায় পাঠানো একটি ভিনটেজ কার থেকে ১৪ কোটি কানাডিয়ান ডলার মূল্যের অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ বাহিনী জানিয়েছে, আগস্টের গোড়ার দিকে কানাডা থেকে সিডনি বন্দরে আসা একটি কনটেইনারের ওপর নজর রাখতে শুরু করেন সীমান্ত কর্মকর্তারা। এরপর তাঁরা ১৯৬০ সালের একটি বেন্টলি এস২ ভিনটেজ কার এক্স-রে করে এর হেডলাইটের পেছনে লুকানো অবস্থায় ১৬১ কেজি মিথাইলঅ্যামফেটামিন ও ৩০ কেজি কোকেন উদ্ধার করেন।

- Advertisement -

এ ঘটনায় পুলিশ এক নারীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। মাদকের অপব্যবহারসহ মোট ২৩ কাউন্ট অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

২ দশমিক ২ কেজি মিথাইল অ্যামফেটামিন ও ১১ লাখ ডলারের বেশি নগদ অর্থসহ আরও কিছু গাড়িও জব্দ করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার স্টেট ক্রাইম কমান্ডের ক্রিমিনাল গ্রুপস স্কোয়াড, অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং আরসিএমপির কর্মকর্তারা যৌথভাবে এ তদন্ত চালান।

- Advertisement -

Related Articles

Latest Articles