19.7 C
Toronto
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪

অ্যাপসের মাধ্যমে দ্বিগুণ আয়ের প্রলোভনে প্রতারণা, নারীসহ গ্রেফতার ২

অ্যাপসের মাধ্যমে দ্বিগুণ আয়ের প্রলোভনে প্রতারণা, নারীসহ গ্রেফতার ২

ঝিনাইদহে অ্যাপসে বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আশিকুর রহমান। এর আগে, বুধবার রাতে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সমাপ্তি খাতুন ও রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে ৩০ বছর বয়সী তাবিবুর রহমান।

এসপি আশিকুর রহমান বলেন, আবাবা অ্যাপসের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের চেষ্টা করছিলেন ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা- এমন সংবাদে তদন্ত শুরু করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তদন্তে সত্যতা পেয়ে সদর উপজেলার ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর ও রামনগর এলাকা থেকে সমাপ্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

তিনি আরো বলেন, আবাবা অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল চক্রটি। কম্বোডিয়ায় বসে এ অ্যাপসের নিয়ন্ত্রণ করছেন চক্রের বাকি সদস্যরা।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles