21.4 C
Toronto
বুধবার, জুলাই ২৪, ২০২৪

বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হতে চাই: রাখি

বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হতে চাই: রাখি
বলিউডে অভিনেত্রী রাখি সাওয়ান্ত

বলিউডে অভিনেত্রী রাখি সাওয়ান্ত মানেই বিস্ফোরক মন্তব্য। আর সেই প্রমাণ আগেও পাওয়া গেছে বহুবার।বিভিন্ন সময় নানা আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন এই অভিনেত্রী।

বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক অদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়ার মা হওয়ার প্রসঙ্গ টেনে মজা করে বসলেন রাখি।

- Advertisement -

তিনি বলেন, ‘এই যেমন আলিয়া বিয়ের দু’দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।’

সব সময়ই নিজের মতামত স্পষ্ট বলতে পছন্দ করেন রাখি। এই মুহূর্তে প্রেমিককে নিয়ে নিজের ‘হ্যাপি স্পেস’-এ আছেন রাখি। অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর আলিয়া আপাতত নতুন অতিথি আসার দিন গুনছেন। আপাতত কিছু দিনের বিরতি। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে নতুন কাজ শুরু করবেন নায়িকা।

- Advertisement -

Related Articles

Latest Articles