14 C
Toronto
মঙ্গলবার, মে ১৪, ২০২৪

বিয়ের মাত্র ১৯ দিনেই লাশ হলো নববধূ

বিয়ের মাত্র ১৯ দিনেই লাশ হলো নববধূ

চট্টগ্রামের রাউজানে জাহেদা আফরিন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘী এলাকার গণির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জাহেদা আফরিন ওই এলাকার মোহাম্মদ ইসমাইলের স্ত্রী।

- Advertisement -

জানা গেছে, ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মোহাম্মদ ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সঙ্গে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয়ে ঝামেলা চলছিল দুই পরিবারের মধ্যে।

মৃতের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন নিজেদের রক্ষা করতে আত্মহত্যা বলে প্রচার করছেন শ্বশুরবাড়ির লোকজন।

আফরিনের ভাই মোহাম্মদ ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়ি যেতে দেননি তারা। আমার বোনজামাই নেশাগ্রস্ত ছিলেন। বোনকে মেরে ফেলা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

অন্যদিকে, আফরিনের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, নাশতা শেষে নিজের কক্ষে গিয়ে দরজা আটকে ফাঁস দেন আফরিন। পরে দরজা ভেঙে লাশ নামানো হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই সময় লাশটি খাটের ওপর শোয়ানো অবস্থায় ছিল। পরে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, উদ্ধারের পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles