19.4 C
Toronto
রবিবার, জুন ২৩, ২০২৪

প্রেমিকাদের বয়স ২৫ পেরোলেই সম্পর্কে ইতি টানেন লিওনার্দো!

প্রেমিকাদের বয়স ২৫ পেরোলেই সম্পর্কে ইতি টানেন লিওনার্দো!
লিওনার্দো ডি ক্যাপ্রিও

দর্শকদের অনেক কালজয়ী ছবি উপহার দিলেও সবাই তাকে ‘টাইটানিক’-এর নায়ক হিসেবেই বেশি চেনেন। বলছি, লিওনার্দো ডি ক্যাপ্রিওর কথা। বয়স ৪৭ পেরোলেও কম বয়সী নারীদের সঙ্গেই বেশি ঘুরতে পছন্দ করেন এই হলিউড অভিনেতা।

যদিও সুদর্শন এই নায়ক সবসময়ই নিজের ব্যক্তিজীবন মিডিয়ার আড়ালে রাখতে চান, তবে কিছু বিষয় যেন ভক্তদের নজরে পড়েই যায়।

- Advertisement -

তার জীবনে অনেক নারী যেমন এসেছে, তেমনি চলেও গেছে। তবে লিওনার্দোর যে বিষয়টি সবার নজরে প্রথমেই পড়ে তা হলো তার জীবনের সব প্রেমিকাই কম বয়সী।

তরুণীদের সঙ্গ বিশেষভাবে উপভোগ করেন এই অভিনেতা। আর সুদর্শন অভিনেতার সঙ্গে প্রেম করার জন্য হলিউডের তরুণী কিংবা মডেলদের উৎসাহেরও অন্ত নেই।

তার সর্বশেষ বান্ধবী ক্যামিলা মরোন। তার সঙ্গে যখন নায়কের বিচ্ছেদ ঘটে তখন ক্যামিলার বয়স ২৫ পূর্ণ হয়েছে। অবাক করার বিষয় হলো ইসরায়েলি প্রেমিকা বার রাফায়েলির সঙ্গে এই নায়কের যখন বিচ্ছেদ ঘটে তখন রাফায়েলিও সদ্য ২৫ এ পা দিয়েছিল।

তবে কি বয়স ২৫ পেরোলেই প্রেমিকা বদল করেন অস্কারপ্রাপ্ত এই অভিনেতা? লিওনার্দোর অদ্ভুত এই প্রবণতা কাকতালীয় নয় বলেই মনে করছেন অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles