21.7 C
Toronto
শুক্রবার, মে ২০, ২০২২

শুটিংয়ে ছোট পোশাক পরে বিপাকে অপু বিশ্বাস

- Advertisement -

শুটিংয়ে ছোট পোশাক পরে বিপাকে অপু বিশ্বাস - The Bengali Times
অপু বিশ্বাস

বেশ কয়েক বছর আগেও দর্শকদের পছন্দে অপু বিশ্বাস হয়ে উঠেছিলেন সেরা চিত্রনায়িকাদের একজন। একের পর এক সিনেমায় অভিনয় করে অনেকের নজর কেড়েছিলেন। হয়ে উঠেছিলেন সুপারস্টার। তবে কিছু ব্যক্তিগত কারণ আর ফিটনেস হারিয়ে কমতে থাকে তার জনপ্রিয়তা। একথা তো সবারই জানা। তবে ঘুরে দাড়ানোর ইচ্ছা থাকায় এখন তাকে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করতে। বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও কাজ করছেন অপু।

মহামারির কারণে গত দুই বছর ধরে কোন সিনেমাই হচ্ছে না। নামকরা অনেক অভিনয়শিল্পীরই ব্যস্ততা কমে গিয়েছিল। অন্যদিকে অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে বারবার ফিট হয়ে ফিরবেন বলে আশ্বাসও দিয়েছিলেন কিন্তু তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যদিও কোভিড প্রভাব কাটিয়ে উঠে আবার চাঙ্গা হয়ে উঠেছে বাংলাদেশের সিনেমা পাড়া। সেই সুবাদে অপু বিশ্বাসও বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার মধ্যে ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে শুটিং শুরু করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায়। সোলায়মান আলী লেবুর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন নায়ক জয় চৌধুরী। বর্তমানে এর শুটিং চলছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায়।

- Advertisement -

ইতোমধ্যেই শুটিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশ হবার পর থেকেই তার ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। আর এতেই ঘটে গেছে বিপত্তি। ছবিতে দেখা যায় শুটিংয়ের বিরতিতে অপু বিশ্বাস চেয়ারে বসে মনিটরের দিকে তাকিয়ে আছেন। তার গায়ে রয়েছে লাল রঙের হাফপ্যান্ট আর গায়ে সাদা রঙের টি-শার্ট।

ছবিটি প্রকাশের পর অপুর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন তার ভক্ত ও সিনেমা পাড়ার মানুষেরা। অনেকে আবার কমেন্ট বক্সে হাফপ্যান্ট পরা নিয়েও সমালোচনা করছেন। তবে ইতোমধ্যে সমালোচিত ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার অভিনয় শিল্পীরা।

এদিকে আরও জানা গিয়েছে, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্যধারণ হচ্ছে পাবনায়। কিন্তু সেখানে থাকা উৎসুক জনতার ভিড়ের কারণে সম্ভবত কিছু অংশ বাকি রেখেই চলে এসেছে পুরোটিম। সিনেমাটি নির্মিত হচ্ছে উপমা কথাচিত্রের ব্যানারে। এতে অপু বিশ্বাস ও জয় চৌধুরী ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles