10.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘মালয়েশিয়ায় পাঠানোর জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না’

‘মালয়েশিয়ায় পাঠানোর জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না’

দুই দেশের প্রস্তুতি থাকলেও মালয়েশিয়ায় পাঠানোর জন্য পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না বলে নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে ‘প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

- Advertisement -

মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া প্রস্তুত, আমরাও প্রস্তুত। কিন্তু সেদেশে পাঠানোর মতো পর্যাপ্ত কর্মী পাচ্ছি না। আমরা ১৩টি এজেন্টের মাধ্যমে এরই মধ্যে দুই হাজার ২০০ জনকে অনুমতি দিয়েছি। কিন্তু আমরা আরও বেশি বেশি করে কর্মী মালয়েশিয়ায় পাঠাতে চাই।

‘পর্যাপ্ত কর্মী না পাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যারা লোক পাঠায় এটা তাদের জিজ্ঞেস করুন। তবে আমরাও এ বিষয়ে জানাতে চাইবো, কেন তারা পর্যাপ্ত কর্মী প্রস্তুত করতে পারছেন না। আমরা খবর নেবো এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেবো।’

তিনি বলেন, বিভিন্ন দেশে আমাদের কর্মীর চাহিদা রয়েছে। আমরা দক্ষ কর্মীতে গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ভাষার দক্ষতার ওপর বেশি জোর দিচ্ছি। ভালো অবস্থান তৈরি করতে পারলে আমাদের রেমিট্যান্স বাড়বে। সংযুক্ত আরব আমিরাতে নার্সের চাহিদা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অত নার্স নেই।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles