-1.2 C
Toronto
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

গরমে সাস্কেচুয়ানের লেকের পানি খারাপ হচ্ছে

গরমে সাস্কেচুয়ানের লেকের পানি খারাপ হচ্ছে
ফাইল ছবি

সাস্কেচুয়ানের উষ্ণ আবহাওয়া প্রদেশের লেক রিজার্ভারের জন্যও সতর্কতা হিসেবে আবির্ভুত হয়েছে। ওয়াটার সিকিউরিটি এজেন্সি ও সাস্কেচুয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ব্লু-গ্রিন অ্যালজি দৃশ্যমান হচ্ছে। জনগণ, পোষ্য ও গবাদিপশুকে এ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে তারা।

প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, গরমের সময় অগভীর, স্থির ও কম স্রোতের পানিতে এমনটা দেখা যায়। তিন সপ্তাহ ধরে অ্যালজি ব্লুম থাকে এবং বাতাস সেগুলোকে লেক ও রিজার্ভারের দিকে নিয়ে যায়। এই পানির প্রত্যক্ষ সংস্পর্শে এলে অথবা পান করলে ত্বক লাল হয়ে যেতে পারে। সেই সঙ্গে গলা ব্যথা, বমি বমি ভাব ও ডায়রিয়া দেখা দিতে পারে।

- Advertisement -

অ্যালজি ব্লুম আছে যেখানকার পানিতে সেখানকার মাছ খাওয়ার ব্যাপারেও জনগণকে সতর্ক করে দিয়েছে মন্ত্রণালয়। এর ফলে অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles