4.6 C
Toronto
রবিবার, নভেম্বর ২৭, ২০২২

জুনে মূল্যস্ফীতি ৮.১%

জুনে মূল্যস্ফীতি ৮.১%
ফাইল ছবি

চলতি বছরের জুনে কানাডায় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে গত বছরের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ। ১৯৮৩ সালের জানুয়ারির পর কানাডায় এটাই মূল্যস্ফীতির সর্বোচ্চ হার। চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, জুনে মূল্যস্ফীতি বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে গ্যাসের দাম বৃদ্ধি। এক বছর আগের তুলনায় গ্যাসের দাম বেড়েছে ৫০ শতাংশ।

- Advertisement -

জুনের মূল্য বৃদ্ধি বিশেষজ্ঞদের প্রত্যাশা অনুযায়ীই হয়েছে। জ¦ালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং অর্থনৈতিক কর্মকা- আরও উন্মুক্ত হয়েছে।

সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক অব কানাডা নীতি নির্ধারণী সুদের হার এক শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে। ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে ভয় দানা বাঁধার মধ্যেই সুদের হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।

প্রদেশভিত্তিক মূল্যস্ফীতির চিত্রের দিকে তাকালে দেখা যায়, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরে এর হার ৮ দশমিক ২ শতাংশ। অন্যান্য প্রদেশের মধ্যে প্রিন্স এডওয়ার্ডে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৯, নোভা স্কশিয়ায় ৯ দশমিক ৩, নিউ ব্রান্সউইকে ৯ দশমিক ১, কুইবেকে ৮, অন্টারিওতে ৭ দশমিক ৯, ম্যানিটোবায় ৯ দশমিক ৪, সাস্কেচুয়ানে ৮ দশমিক ১, আলবার্টায় ৮ দশমিক ৪ এবং ব্রিটিশ কলাম্বিয়ায় ৭ দশমিক ৯ শতাংশ।
প্রদেশভিত্তিক রেটের তথ্যও প্রকাশ করেছে স্ট্যাটিস্টিকস কানাডা। সে অনুযায়ী, জুনে সেইন্ট জোন’সে রেট ছিল ৭ দশমিক ৫, শার্লটটাউন-সামারসাইডে ১১ দশমিক ৫, হ্যালিফ্যাক্সে ৯ দশমিক ১, সেইন্ট জোনে ৯, কুইবেকে সিটিতে ৭ দশমিক ৪, মন্ট্রিয়লে ৭ দশমিক ৬, অটোয়াতে ৭ দশমিক ৭, টরন্টোতে ৭ দশমিক ৪, অন্টারিওর থান্ডার বেতে ৬ দশমিক ৬, উইনিপেগে ৯ দশমিক ৪, রেগিনায় ৮ দশমিক ১, সাস্কাটুনে ৭ দশমিক ৬, এডমন্টনে ৮ দশমিক ৫, ক্যালগেরিতে ৯ দশমিক ৬, ভ্যানকুভারে ৭ দশমিক ৭, ভিক্টোরিয়াতে ৮ দশমিক ৪, হোয়াইটহর্সে ৭ দশমিক ৭, ইয়েলোনাইফে ৮ দশমিক ৩ এবং ইকালুইটে ৪ দশমিক ৩ শতাংশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles