8.4 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

প্রিয় ‘দ্বিতীয় মোনালিসা’

প্রিয় ‘দ্বিতীয় মোনালিসা’
ছবি ওজিল গোমেজ

ভয় পেলে! আসলে এটা সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি গল্পের নাম। তোমার নাম তো অন্য। তুমি লাল নদী। আচ্ছা ঠিক করে দিচ্ছি। প্রিয় লাল গোলাপ।

এখন বলো তোমার দেশেও কি বইছে প্রচণ্ড তাপপ্রবাহ। গরমে কি নটঘট কষ্ট পাচ্ছ? তোমার দেশেও কি চুল বেয়ে জল পড়ে চিবুকে। অতঃপর বুদবুদ দানা বাঁধে এথায়… ওথায়। এরপর জল শুধুই গড়াতেই থাকে…

- Advertisement -

লোকে বলে ঘাম, আমি বলি বুদবুদ চিঠির খাম। জলবৎ তরল পদ্ম। আমার আগমন যখন প্রত্যাখ্যান করতে চাও তুমি গিয়ে দাঁড়াও সওয়ারের নিচে, আদর্শ লিপির শিক্ষা মাথায় রেখে। আজকাল গাছের পাতায় লজ্জা ঢাকা যায় না। লজ্জাগুলো বড় হয়ে গেছে। যাইহোক, গরমকে তোমার এখনো ভয়। আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং।

জানো তো, জলেরও থাকে প্রচণ্ড ক্ষমতা। জল ও এক ধরনের উষ্ণতা। অগ্নি স্নান ধুয়ে মুছে শেষ চিহ্নটুকু ফেলে দিতে পারে। এখন বলো, শেষ কাকে বলে। শেষ হয়েও তো শেষ হয় না কিছু। শেষ মানে তো অন্যরকম শুরু।

এবার শেষ করি। অধৈর্য গরমকে আবারো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলি, বলি দুজনের কথা সেই একই। গরমের আর দেখেছ কী? একদিন আমরাও প্রচণ্ড গরম ছিলাম, স্কুল পোশাকে। যার উত্তাপ এখনো আছে ভাদ্র হৃদয়ে।
ইতি
‘পলাতক ও অনুসরণকারী’ (এটাও সুনীল গল্প)

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles