25.5 C
Toronto
সোমবার, আগস্ট ৮, ২০২২

রণবীরের সেই ছবি দেখে মিমি বললেন, মেয়ে হলে কী বলতেন!

- Advertisement -
রণবীরের সেই ছবি দেখে মিমি বললেন, মেয়ে হলে কী বলতেন!
ছবা সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয় করছেন নিয়মিত। তার অভিনীত সিনেমার জন্য বারবার খবরের শিরোনাম হলেও এবার এক ব্যতিক্রম ফটোশুটের কারণে খবর হতে হলো তাকে। সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে তিনি পুরো নগ্ন হয়ে অংশ নেন। এরপর সেই ছবি প্রকাশ্যে আসলে শুরু হয় নেটমাধ্যমে আলোচনা-সমালোচনা।

রণবীর সিংয়ের এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নজর এড়ায়নি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তীর। ছবিটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রশ্ন তুলেছেন। এ নিয়েও চলছে জোর সমালোচনা।

মিমি চক্রবর্তী বলেছেন, ‘ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক, কমেন্টেসের ঝড় উঠেছে। এখানে যদি কোনো নারী থাকত, তবে কি পরিস্থিতি আলাদা হতো। আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন। আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি। কিন্তু সেটা কোথায়?’

এদিকে সমালোচকরা নগ্ন ছবি নিয়ে আলোচনা করলেও চিন্তিত নন রণবীর সিং। তিনি তার মতোই ফটোশুটের প্রচার করে যাচ্ছেন নিয়মিত।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles