19.2 C
Toronto
সোমবার, আগস্ট ১৫, ২০২২

ভাঙছে ‘সবচেয়ে সুখী’ দাবি করা মারডকের চতুর্থ সংসার

- Advertisement -
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী মানুষ দাবী করা মিডিয়া মুঘল রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী জেরি হল ক্যালিফোর্নিয়ার একটি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন।

বিবিসি জানায়, বিচ্ছেদ আবেদনে দুইজনের মধ্যে ‘অসমাধানযোগ্য পার্থক্য’ দেখা দেয়ার কথা বলা হয়েছে। ছয় বছর আগে এই জুটি বিয়ে করেছিল।

বিবাহ বিচ্ছেদের মামলায় ৬৬ বছরের মডেল এবং অভিনেত্রী জেরি হল ৯১ বছরের ধনকুবের মারডকের কাছে খোরপোষ বাবদ অর্থ দাবি করেছেন। তবে মারডক ঠিক কি পরিমাণ সম্পদের মালিক তার সম্পূর্ণ খোঁজ এখনো তারা জানেন না বলেও বিচ্ছেদের আবেদনে দাবি করেছেন জেরি হল।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, মারডক দম্পতির মধ্যে বিচ্ছেদের আবেদন তাদের ঘনিষ্ঠমহলকে অবাক করেছে।

মারডকের ‘নিউজ কর্পোরেশন’ যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাজ্যের দ্য সান এবং দ্য টাইমস এর মত প্রভাবশালী সংবাদ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে।

জেরি হলকে বিয়ের সময় টুইটারে এক পোস্টে মারডক লিখেছিলেন, ‘‘তিনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং সুখি মানুষ।”

২০১৮ সালে মারডক তার বড় ছেলেকে তার উত্তরসূরি এবং ফক্স কর্পোরেশনের প্রধান নির্বাহী ঘোষণা করেন।

তবে মারডক তার কোম্পানির বেশিরভাগই বিক্রি করে দিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস এর খবর অনুযায়ী, মারডকের ৯০তম জন্মদিনের অনুষ্ঠানেও জেরি হলকে তার স্বামীর প্রতি বিশেষ যত্নবান হতে দেখা গিয়েছিল।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles