14.3 C
Toronto
বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩

মানুষকেই ভালবাসুন

মানুষকেই ভালবাসুন
ছবিতাসরীনা শিখা

কৃতজ্ঞতা ও সন্মান দুটো শব্দের বিশালতা অনেক বেশী । সবাই এর মূল্যায়ন করতে জানে না। আপনি এমন মানুষকেই ভালবাসুন, স্নেহ করুন সন্মান করুন যে আপনার মূল্যায়ন করতে পারে আপনাকে সন্মান দিতে পারে।

অহেতুক মানুষের পেছনে সময় নষ্ট না করে নিজের প্রতি মনোযোগী হন। নিজেকে সময় দিন, নিজেকে ভালবাসুন ।

- Advertisement -

সমস্ত পৃথিবীটাই কিন্তু আদান প্রদান ব্যবসাতে চলে সেটা মনের ভেতর গেঁথে নিন, তানাহলে সারা জীবন কষ্টতে ভুগতে হবে আপনাকে।

ম্যাল্টন, অন্টারিও, কানাডা

 

- Advertisement -

Related Articles

Latest Articles