18.2 C
Toronto
মঙ্গলবার, অক্টোবর 3, 2023

নেইমারের চোখে তার চেয়ে ভালো ফুটবলারের মাঝে নেই রোনালদো, দেখুন বাকিদের নাম

নেইমারের চোখে তার চেয়ে ভালো ফুটবলারের মাঝে নেই রোনালদো, দেখুন বাকিদের নাম
ছবি সংগৃহীত

ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রের কাছে জানতে চাওয়া হয়েছিল, টেকনিক্যালি তার চেয়ে ভালো বলে মনে করেন কোন খেলোয়াড়দের। সম্প্রতি এক ‘ওহ মাই গোল’কে দেয়া সাক্ষাৎকারে তার চেয়ে ভালো ফুটবলারদের যে তালিকা দিয়েছেন নেইমার, তাতে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

নিজেকে অন্যতম সেরা ফুটবলার হিসেবে দাবি করে নেইমার প্রশ্নটির জবাবে বলেন, টেকনিক্যালি আমার চেয়েও ভালো? জানি না, এর উত্তর দিতে পারবো কিনা। বিনয়ের সাথেই বলি, নিজেকে এ ব্যাপারে অন্যতম সেরা বলেই বিবেচনা করি আমি। কিন্তু, আমি বলছি। মেসি, হ্যাজার্ড, ডি ব্রুইনা, ভেরাত্তির নাম অবশ্যই আসবে। আরও একটি নাম বোধহয় বলতে হবে; সেক্ষেত্রে লিভারপুলের থিয়াগো।

- Advertisement -

লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তির সাথে ড্রেসিংরুম শেয়ার করা হলেও কেভিন ডি-ব্রুইনা ও এডেন হ্যাজার্ডের সাথে খেলা হয়নি নেইমারের। এই তালিকায় স্থান পাননি ক্রিস্টিয়ানো রোনালদো।

- Advertisement -

Related Articles

Latest Articles