22 C
Toronto
বুধবার, আগস্ট ১০, ২০২২

স্বামীর সঙ্গে গিয়েছিলেন বাজারে, হঠাৎ পুরোনো প্রেমিককে দেখে পালালেন স্ত্রী

- Advertisement -
ছবি: সংগৃহীত

বিয়ের সপ্তাহখানের পর স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন নববধূ। সেখানেই দেখা হয় পুরোনো প্রেমিকের সঙ্গে। এরপর স্বামীকে রেখেই প্রেমিকের হাত ধরে ছুটে পালিয়েছেন ভারতের এক নববধূ।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। জানা যায়, গত ১৪ জুন মণি কুমারী নামের ওই মহিলার সঙ্গে বিয়ে হয় বিহারের মুঙ্গেরের বাসিন্দা বিবেকের। চুড়ি কিনতে ২১ জুন বাজারে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। বাজারে গিয়ে স্বামী যখন চুরি কিনতে ব্যস্ত, তখনই পুরোনো প্রেমিককে হঠাৎ দেখতে পান মণি। তখনই তার হাত ধরে পালান তিনি।

বাজারের মধ্যেই স্ত্রীকে অন্য পুরুষের হাত ধরে ছুটতে দেখে পেছন পেছন যান স্বামী বিবেক। তবে তখন মণি বলেন, ‘আমার পিছনে এসো না, আমি এখন থেকে ওর সঙ্গেই থাকব।’ একথা বলেই একটি গাড়িতে করে পালিয়ে যান তারা।

আরও পড়ুন: বিয়েবাড়ির জৌলুস বাড়াতে গুলি চালালেন বর, সেই গুলিতে বন্ধুর মৃত্যু (ভিডিও)

ভুক্তভোগী স্বামী জানিয়েছেন, তার স্ত্রী বিয়ের সমস্ত গয়নাগাটি নিয়েই পালিয়েছেন। তাই সাথে সাথেই পুলিশের কাছে স্ত্রী অপহরণের অভিযোগ করেন। এরপরই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্র: আনন্দবাজার।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles