1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাহস থাকলে সামনে এসে বলুন : জয়া আহসান

সাহস থাকলে সামনে এসে বলুন : জয়া আহসান
জয়া আহসান

জয়া আহসান মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র মন্তব্য। তার ছবি পোস্ট মানে নেটিজেনদের হুমড়ি খেয়ে পড়া। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি একটা শ্রেণি নেতিবাচক মন্তব্য করতেও দ্বিধা করে না। এসব নিয়ে কখনোই প্রতিক্রিয়া দেখান না জয়া।

তবে এবার মুখ খুললেন। টাইমস অব ইন্ডিয়ার কাছে তিনি বললেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন। ’

- Advertisement -

কিছুদিন আগে জয়ার একটি পোশাকের ছবি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয়া আহসান বলেন, ‘মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই। তাদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন। ’

এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘ঝরা পালক’-এর প্রচারণায়। আগামী ২৪ জুন এটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে। এতে জয়ার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

- Advertisement -

Related Articles

Latest Articles