8.2 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

কানাডা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কানাডা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কানাডা আওয়ামী লীগের উদ্যোগে ভার্চুয়ালি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের চিত্র

গত ১১ জানুয়ারি কানাডা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জুম ভিডিওর মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও দলের সদস্য তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তাদের আলোচনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক ১০ জানুয়ারির এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য ফুটে উঠে। ৭১ এর ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে এই স্বাধীনতা ছিল অসম্পূর্ণ। এই সময় বঙ্গবন্ধু প্রহসনের বিচারে মৃত্যূদন্ডাদেশ নিয়ে পাকিস্তানের কারাগারে বন্ধী ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে চরম উৎকণ্ঠিত ছিলে দেশবাসী। তিনি কি মুক্ত হয়ে তার স্বাধীন দেশে ফিরে আসতে পারবেন কিনা? এমতাবস্থায় বিশ্ব নেতাদের পদক্ষেপ ও আন্তর্জাতিক চাপে পাকিস্তানী শাসকরা বঙ্গবন্ধুকে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি মুক্তি দিতে বাধ্য হয়। মুক্ত বঙ্গবন্ধু ইংল্যান্ড ও ভারত হয়ে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। লক্ষ লক্ষ জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বিজয়ী বীরের বেশে প্রত্যাবর্তন করেন তার মুক্ত স্বদেশে। তাই ১০ জানুয়ারির এই ঐতিহাসিক দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে আমাদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন।

আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিলু, কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ, বি, এম বশির, আনোয়ার কামাল, সভাপতি সৈয়দ আব্দুল গাফ্ফার, সদস্যবৃন্দ যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এডভোকেট অমলেন্দু ধর, এডভোকেট আলী আহমেদ, মোঃ হামিদ, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সহ-সভাপতি জামাল উদ্দীন, উপদেষ্টা এডভোকেট আফিয়া বেগম ও কানাডা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আক্তার জানু। সভায় আরও উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান দরুদ, সহ-সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা গোলাম মহি-বুর রহমান, তফাজ্জল আলী, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ইয়াহিয়া আহমেদ, ইমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ বজলুর রশীদ, সদস্য আব্দুল মান্নান, সুকোমল রায়, মাসুদ সিদ্দিকী, মঞ্জুর চৌধুরী, জুটন তরফদার, আশীষ পাল, নাজমুল হাসান। অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী, সহ-সভাপতি এডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ শামীম, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি শহীদ রহমান, সহ-সভাপতি মইনুল ইসলাম।

- Advertisement -

Related Articles

Latest Articles