11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

নতুন বাড়ি নির্মাণের গতি বেড়েছে

নতুন বাড়ি নির্মাণের গতি বেড়েছে
ছবি ট্যায়রা ম্যালোকোরা

এপ্রিলে নতুন বাড়ি নির্মাণের হার মার্চের তুলনায় ৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন। সংস্থাটি বলছে, মৌসুমি সমন্বয়ের পর এপ্রিলে ২ লাখ ৬৭ হাজার ৩৩০টি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। মার্চে সংখ্যাটি ছিল ২ লাখ ৪৮ হাজার ৩৮৯।

এই বৃদ্ধি মূলত শহরে বাড়ি নির্মাণের গতির কারণে। এপ্রিলে শহর অঞ্চলে বাড়ি নির্মাণকাজ মার্চের তুলনায় ১০ শতাংশ বেড়ে ২ লাখ ৪৫ হাজার ৩২৪ ইউনিটে উন্নীত হয়েছে। শহরে মাল্টি-ইউনিট বাড়ি নির্মাণের কাজ ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২টিতে। তবে এক ইউনিটের ডিটাচড বাড়ি নির্মাণের হার বেড়েছে মাত্র ১ শতাংশ। এপ্রিলে এ ধরণের ৬৭ হাজার ২৩২টি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।

- Advertisement -

মৌসুমি সমন্বয়ের পর এপ্রিলে গ্রামাঞ্চলে ২২ হাজার ৬টি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Related Articles

Latest Articles