3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ১০

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ১০ - the Bengali Times

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার নিউইয়র্কের বাফেলো শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলে শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে করে গুলি চালায় এক তরুণ। তাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে। পুলিশের বরাতে বিবিসি আরও জানিয়েছে, ওই তরুণ এ হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ ঘটনাকে ‘হিংসাত্মক উগ্রবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে। বাফেলো শহরে এফবিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলিঙ্গিয়া সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়ে বলেন, হামলা চালানোর আগে অভিযুক্ত তরুণকে গাড়ি নিয়ে ওই এলাকায় কয়েক ঘণ্টা ঘুরতে দেখা গেছে। যারা হামলার শিকার হয়েছেন তাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। তারা সবাই সুপারমার্কেটে কাজ করতেন।

- Advertisement -

Related Articles

Latest Articles