2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অপেক্ষাকৃত কম বয়সীদেরও ভ্যাকসিন দেওয়া শুরু করব : রিক হিলার

অপেক্ষাকৃত কম বয়সীদেরও ভ্যাকসিন দেওয়া শুরু করব : রিক হিলার
ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান জেনারেল অব রিক হিলার

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্টারিওতে ভ্যাকসিনেশনে গতি পেয়েছে এবং প্রদেশের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান জেনারেল (অব.) রিক হিলারের নেতৃত্বে অন্টারিওবাসীকে ২১ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকালে অন্টারিওর প্রিমিয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রিক হিলার বলেন, ৮০ বছর ও তার বেশি বয়সীদের ভ্যাকসিন দিতে এপ্রিল পর্যন্ত লেগে যাবে বলে আমরা ধারণা করেছিলাম। কিন্তু ৭৫ ও ৭০ বছর বয়সীদেরও ভ্যাকসিন দিয়ে ফেলেছি আমরা। শিগগিরই আমরা অপেক্ষাকৃত কম বয়সীদেরও ভ্যাকসিন দেওয়া শুরু করব।

গত নভেম্বরে অন্টারিওর ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পান জেনারেল (অব.) রিক হিলার। গত নভেম্বরে অন্টারিওর ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পান জেনারেল (অব.) রিক হিলার। এই দায়িত্বের চার মাসের দায়িত্ব শেষে তিনি গ্রীষ্মের প্রথম দিনের মধ্যেই অন্টারিওর সবাই ভ্যাকসিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

- Advertisement -

হেলথ কানাডা ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার সপ্তাহখানেক আগে তাকে নিয়োগ দেওয়া হয় এ পদে। শুরুর দিকে তার এ দায়িত্ব পালন অতোটা মসৃণ ছিল না। কারণ, ভ্যাকসিন সরবরাহে বিলম্ব, ভ্যাকসিনেশনে ধীরগতি এবং ভ্যাকসিনেশন শুরুর মাত্র দুই দিনের মাথায় টরন্টোর একটি গণ ভ্যাকসিনেশন ক্লিনিকের ট্রায়াল বন্ধ করে দেওয়ার মতো বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হয় তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles