2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যুদ্ধ শুরুর পর প্রথমবার জনসম্মুখে ইউক্রেনের ফার্স্টলেডি

যুদ্ধ শুরুর পর প্রথমবার জনসম্মুখে ইউক্রেনের ফার্স্টলেডি
ছবি সংগৃহীত

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রোববার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মা দিবস উপলক্ষ্যে মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন এক অপ্রত্যাশিত সফরে ইউক্রেনের সীমান্তবর্তী উজহোরোড শহরে পৌঁছালে ওলেনা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময়ই রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাকে।

- Advertisement -

উজহোরোডের একটি স্কুলে দুই দেশের ফার্স্টলেডি সাক্ষাৎ করেন।

মার্কিন জনগণ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে, সেটা প্রকাশ করতেই এ সফর বলে জানান জিল বাইডেন। ইউক্রেন যুদ্ধকে ‘নিষ্ঠুর’ অভিহিত করে তা বন্ধের আহ্বানও জানান তিনি।

এ সময় মার্কিন ফার্স্টলেডির ইউক্রেন সফর ‘সাহসী পদক্ষেপ’ বলে অভিহিত করেন ওলেনা জেলেনস্কি।

এর পর তারা স্কুলে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গে সময় কাটান।

- Advertisement -

Related Articles

Latest Articles