7.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

অন্টারিওর নির্বাচনে প্রতিশ্রুতি

অন্টারিওর নির্বাচনে প্রতিশ্রুতি - the Bengali Times
অন্টারিও পিসির প্রধান ডগ ফোর্ড

কানাডার অন্যতম বৃহৎ প্রদেশ হলো অন্টারিও। এই প্রদেশের রাজধানী শহরের নাম টরন্টো যেখানে আমরা বাস করি। এই প্রদেশের সংসদ নির্বাচন আগামী ২রা জুন। বর্তমান সরকারী দল কনজারভেটিভ পার্টির নেতা ডাগ ফোর্ড ঘোষণা করেছেন তারা একটি নুতন হাইওয়ে নির্মাণ করবেন যার নাম হাইওয়ে ৪১৩ এবং এটি নির্মাণ করতে খরচ হবে আনুমানিক দশ বিলিয়ন ডলার।

পক্ষান্তরে বিরোধী লিবারেল পার্টির নেতা ষ্টিভেন ডেল ডুকা ঘোষণা দিয়েছেন তিনি এবং তার দল বিজয়ী হলে তারা ঐ প্রস্তাবিত হাইওয়ে ৪১৩ প্রকল্প বাতিল করবেন। পরিবর্তে সেই দশ বিলিয়ন টাকা দিয়ে নুতন ২০০ টি স্কুল নির্মাণ করবেন এবং ৪৫০০টি স্কুল ভবন মেরামত বা সংস্কার করবেন। ক্লাস সাইজ ছোট করবেন যাতে শিক্ষকের কথা সবাই মনযোগ দিয়ে শুনতে পারে। বিশ জনের বেশী কোন ক্লাসে ছাত্র থাকবে না।

- Advertisement -

এটাই হলো জনকল্যাণে ঘোষিত প্রতিদ্বন্দ্বী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি। জনগণ বিবেচনা করবে তারা কম গুরুত্বপূর্ণ রাস্তা চায় নাকি অধিকতর কল্যাণমূলক শিক্ষার বিস্তারে নুতন নুতন শিক্ষা প্রতিষ্ঠান চায়।

তবে কোন নেতা বা দলই পরাজিত দলকে দেশ ছাড়া করার হুমকি দিয়েছে বলে খবর পাওয়া যায় নাই।

- Advertisement -

Related Articles

Latest Articles