19.8 C
Toronto
শনিবার, মে ২৮, ২০২২

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ প্রচারিত হবে ৭ মে

- Advertisement -

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত 'এনআরবি শুভ সকাল' প্রচারিত হবে ৭ মে
আগামী ৭ মে শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে রিজুয়ান রহমান ল পিসি এর সৌজন্যে “শুভ সকাল” এর পঞ্চম পর্ব। বিনোদনধর্মী সকালের আয়োজন শুধু নয়, সমসাময়িক বিষয়য়াদি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় তথ্যের উপস্থাপনে ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের মনে স্থান করে নিয়েছে এনআরবি শুভ সকাল।
বর্তমানে প্রভিন্সিয়াল ইলেকশন নিয়ে চলছে জোড় প্রস্তুতি, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। থেমে নেই আমাদের নতুন প্রজন্ম। নেপথ্যে তারাও কাজ করছে এই নির্বাচনী প্রচারণায়। আর তাই ছুটির দিনের আড্ডা পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে তরুণ প্রজন্মের ইশারা হক ও মৌমিতা চন্দকে। তারা ব্যক্ত করেছে নির্বাচনী এই প্রচারণায় ভলান্টিয়ার হিসাবে কাজ করারঅভিজ্ঞতার কথা । আমরা জানাবো ভিন্ন ধারার এই কাজ থেকে তারা কি শিখছে এবং এই কাজে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে তারা নিজেদেরকে রাজনৈতিক ময়দানে দেখতে চায় কিনা।
শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ছুটির দিনের গান, ভোরের পংক্তিমালা এবং ছুটির ফাঁদেতেও রয়েছে বরাবরের মতো কিছুটা ভিন্নতা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।
রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত 'এনআরবি শুভ সকাল' প্রচারিত হবে ৭ মে

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত 'এনআরবি শুভ সকাল' প্রচারিত হবে ৭ মে

- Advertisement -

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত 'এনআরবি শুভ সকাল' প্রচারিত হবে ৭ মে

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles