7.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ধানুশকে নিজেদের সন্তান দাবি করে আদালতে বৃদ্ধ দম্পতি

ধানুশকে নিজেদের সন্তান দাবি করে আদালতে বৃদ্ধ দম্পতি - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের তামিল সুপারস্টার ধানুশ এবার মুখোমুখি হলেন আইনি জটিলতার। তাও আবার পিতৃ পরিচয় নিয়ে। এক বৃদ্ধ দম্পতির দাবি, ধানুশ তাদের হারিয়ে যাওয়া সন্তান। শুধু দাবিতে সীমাবদ্ধ নেই বিষয়টি। গড়িয়েছে আদালত পর্যন্ত। ওই বৃদ্ধ দম্পতি ধানুশকে নিজেদের সন্তান দাবি করে করেছেন মামলাও। এ জন্য অভিনেতাকে তলব করেছে মাদ্রাজ আদালত।

ঘটনার সূচনা ২০১৭ সালে। এক দম্পতি দাবি তোলেন ধানুশ তাদের সন্তান। ছোটবেলায় হারিয়ে গেছে। তাদের সন্তানের স্কুলজীবনের একটি ছবি সামনে আনেন, যেটা অনেকটা ধানুশের সঙ্গেও মেলে। ওই দম্পতি আরও দাবি করেন, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। তাই ধানুশ যেন প্রতি মাসে ৬৫ হাজার রুপি করে তাদেরকে দেন। এই মামলায় অবশ্য ধানুশ জিতে যান। তিনি আদালতে প্রমাণ করতে সক্ষম হন, এই দম্পতি তার বাবা-মা নন।

- Advertisement -

ধানুশের আসল বাবা-মা হলেন তামিল সিনেমার নির্মাতা কস্তুরী রাজা ও বিজয়লক্ষ্মী। জন্মসনদও আদালতে উপস্থাপন করেছিলেন অভিনেতা। ফলে তখন বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু আবারও ঝামেলাটি মাথাচাড়া দিয়ে উঠেছে। ধানুশের সঙ্গে দেখা করতে চেন্নাইতে আসেন ওই দম্পতি। কিন্তু অভিনেতা কোনোভাবেই দেখা করতে রাজি নন। এজন্য মাদ্রাজ আদালতে ফের মামলা দায়ের করেছেন দম্পতি।

প্রশ্ন উঠছে, ধানুশ কি কোনো কিছু গোপন করছেন? নাকি ওই দম্পতিই মিথ্যার আশ্রয় নিয়ে সুবিধা ভোগ করতে চাইছেন? সেটা এখন আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

- Advertisement -

Related Articles

Latest Articles